• বানারহাটে বনদপ্তরের জালে পূর্ণবয়স্ক চিতাবাঘ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের শ্রমিকেরা বিগত কিছুদিন ধরে বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন। দিনের বেলা চিতাবাঘটি বাগানে লুকিয়ে থাকলেও রাত হলেই সেটি শিকারের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছিল। গ্রাম থেকে খোয়া যাচ্ছিল ছাগল, বেশ কয়েকটি রাস্তার কুকুরেরও দেখা পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীরা বুঝে যান সেগুলি এই চিতাবাঘেরই পেটে গিয়েছে। আতঙ্কিত শ্রমিকেরা বনদপ্তরে বিষয়টি জানালে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের পক্ষ থেকে চা বাগানে চিতাবাঘ ধরার একটি খাঁচা পাতা হয়৷ দুটি কুকুরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়। চিতাবাঘটি কুকুরের লোভে খাঁচায় ঢুঁকে বন্দি হয়। চিতাবাঘটি ধরা পড়ার খবর পেয়ে বনকর্মীরা শুক্রবার সকালে খাঁচা সমেত সেটিকে উদ্ধার করে নিয়ে যান। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, খাঁচায় ধরা পড়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ। সম্পূর্ণ সুস্থ-সতেজ থাকায় শুক্রবার দুপুরে গরুমারার জঙ্গলে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)