• ব্রিটেনের প্যাভিলিয়নে সাহিত্য থেকে পড়াশোনার খোঁজ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকে ব্রিটিশ কাউন্সিল প্যাভিলিয়নের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাহিত্য সহ একাধিক বিষয়ে বঙ্গ-ব্রিটেন যোগাযোগ, বাংলার পড়ুয়াদের সেখানে পড়ার সুযোগ সুবিধা, সেখানকার সাহিত্য, লেখকদের নিয়ে শুক্রবার আলোচনা হল ইউ কে প্যাভিলিয়নে। উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল, ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এবং ব্রিটিশ কাউন্সিল, ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট-এর ডিরেক্টর ড. দেবাঞ্জন চক্রবর্তী। এবারের ইউ কে প্যাভিলিয়ন বইমেলার সবচেয়ে বড় স্টল। ৭৫ বছর ধরে ভারতে ব্রিটিশ কাউন্সিল রয়েছে। সেই ৭৫ বছর পূর্তির উচ্ছ্বাসের সময়েই এবার কলকাতা বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। ইউ কে প্যাভিলিয়ন এবার পাঠকদের জন্য তুলে ধরেছে সেখানকার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যকে। প্যাভিলিয়নে ইংরেজি সাহিত্যের বই ছাড়াও রয়েছে ডিজিটাল লাইব্রেরি, প্রিয় সাহিত্যিকদের সঙ্গে কথোপকথনের সুবিধা, এবং ইউ কের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কীভাবে মিলবে পড়াশোনার সুযোগ সুবিধা, পদ্ধতিই বা কী সেসব সম্পর্কে বিশদ তথ্য। ব্যারেট এবছরের মেল বন্ধনের কথা উল্লেখ করে জানান তিনি এই বই মেলায় এসে আপ্লুত। দেবাঞ্জন চক্রবর্তী বলেন, ৪৭ বছর ধরেই ব্রিটিশ কাউন্সিল রয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার পাশে। ১৮ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত এসবিআই অডিটোরিয়াম এবং ইউকে প্যাভিলিয়নে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। যেমন পাঠকদের জন্য কথোপকথনের সুযোগ রয়েছে প্রিয় লেখকদের সঙ্গে, তেমনই শিশুদের জন্য রয়েছে ক্যুইজ সহ একাধিক অনুষ্ঠান।
  • Link to this news (আজকাল)