• গুণীজন সমাবেশে আজকাল-এর ১১ নতুন বই প্রকাশ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র: শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ, বই মেলা। ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রতিবারের মতোই একগুচ্ছ নতুন বই প্রকাশ করল আজকাল। শুক্রবার এসবিআই অডিটোরিয়ামে প্রকাশিত হল ১১টি নতুন বই। সেগুলি হল রঞ্জন বন্দোপাধ্যায়ের ‘হুইল চেয়ারে প্যারিস ও বেলজিয়াম’, সুবোধ সরকারের ‘স্বনির্বাচিত কবিতা’, প্রচেত গুপ্তর ‘মণিমুক্তোর দিনরাত্রি’, দেবজ্যোতি মিশ্রর ‘সলিল চৌধুরী ও গানের একগুচ্ছ চাবি’, অলোক প্রসাদ চট্টোপাধ্যায়ের ‘জ্যান্ত দুর্গা’, পলা ব্যানার্জির ‘বাবাকে যেমন দেখেছি’, শ্রীজাতর ‘হিয়া টুপটাপ জিয়া নস্টাল’, অনুপম রায়ের ‘ম্যাকি ২’, প্রকাশিত হল পল্লব বসুমল্লিক সম্পাদিত‘এবারের সেরা সুস্থ’, ‘সেরা সফর’। যে বই দুটির প্রধান উপদেষ্টা মৌ রায়চৌধুরী। মোড়ক উন্মোচন হল চন্দ্রিল ভট্টাচার্য এবং সঞ্চারী মুখোপাধ্যায় সম্পাদিত ডাকবাংলা।আজকাল-এর বই প্রকাশ অনুষ্ঠানে শুক্র দুপুরে চাঁদের হাট। উপস্থিত ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রচেত গুপ্ত, মৌ রায়চৌধুরী, সত্যম রায়চৌধুরী, অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়, পল্লব বসু মল্লিক, ইমানুল হক, সঞ্চারী মুখোপাধ্যায়, গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, গিন্ডের আধিকারিক রাজু বর্মন। সত্যম রায়চৌধুরী বলেন, ‘আজকালের বই উন্নত মানের। বই তৈরির আগে নিখুঁত যাচাই হয় সামগ্রিক বিষয়ের।‘ তিনি কথা দেন, ২০২৬ সালে প্রতিদিন একটি করে ছোট বই লিখে ৩৬৫ টি বইয়ের রেকর্ড করবেন। বহু অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখবেন তিনি সেসব বইয়ের পাতায় পাতায়।আগামীতেও এই প্রকাশনী পাঠকদের আরও অনেক বই উপহার দেবে বলে জানান তিনি।  মৌ রায়চৌধুরী তাঁর বক্তব্যে ধন্যবাদ জানিয়েছেন আজকাল পাবলিকেশনের সকল সদস্যকে, যাঁদের দিন-রাত এক করে কাজ করার ফসল আজ উন্মোচিত হল সকলের সামনে। যে বইয়ের প্রচ্ছদে, বইয়ের পাতায় হাত বুলিয়ে পাঠক মুগ্ধ হচ্ছেন, সেই বই তিলে তিলে গড়ে তুলেছেন তাঁরা। তিনি বলেন, ‘আজকালের প্রতিটি বইয়ে ভালবাসার ছাপ স্পষ্ট।‘ আজকাল পাবলিকেশনের দরদ ভরা কাজের প্রশংসা করেন প্রচেত গুপ্ত, রঞ্জন বন্দোপাধ্যায়ও। একগুচ্ছ পুরনো বইয়ের পুনর্মুদ্রণ করেছে আজকাল। সেগুলিও পাওয়া যাচ্ছে আজকালে, ২৩১ নম্বর স্টলে। মেলার দ্বিতীয় দিনে সেখানে পাঠকের ভিড়, প্রিয় বইয়ের খোঁজ ছিল চোখে পড়ার মতো।
  • Link to this news (আজকাল)