• ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, আইএসএফকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ এর আগে আইএসএফকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল। তা খারিজ করে দেওয়া হল শুক্রবার।আদালত জানিয়েছে, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তারা কোনও ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে।আইএসএফের সভা নিয়ে এর আগে সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল গত বছর রানি রাসমণি রোডে আইএসএফকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনা থেকে নওশাদের দল কী শিক্ষা নিয়েছে, হলফনামার আকারে আদালতে তা জানাতে বলা হয়। শুক্রবার আইএসএফের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, ‘‘আপনার মক্কেল জামিনে রয়েছেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার পরেও এবছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না।’’ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারলেও সিঙ্গেল বেঞ্চ যা শর্ত দিয়েছিল, তা আইএসএফকে মেনে চলতে হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ।২১ জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথনকে আইএসএফের সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি।  
  • Link to this news (আজকাল)