'অধীরকে মাথা থেকে বের করে দাও', নেতা-কর্মীদের বললেন মমতা-অভিষেক!
২৪ ঘন্টা | ২০ জানুয়ারি ২০২৪
প্রবীর চক্রবর্তী ও সুতপা সেন: 'মাথা থেকে বের করে দাও'। লোকসভা ভোটে মুর্শিদাবাদে অধীর চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়!দলের বৈঠকে তাঁর বার্তা, 'আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টর নয়'। সূত্রের খবর তেমনই।
মিশন লোকসভা। ভোটের প্রস্তুতি ময়দানে নেমেছে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ব্যতিক্রম নয় তৃণমূল। কর্মিসভা করেছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। এবার কালীঘাটে নিজের বাড়িতে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন মমতা। সঙ্গে অভিষেকও। আজ, বুধবার ডেকে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদের বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, এমনকী সদস্যদেরও। কী আলোচনা হল? সূত্রের খবর, বৈঠকে মুর্শিদাবাদের দলের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। কিন্তু ভর্ৎসনার মুখে পড়েন হুমায়ুন কবীর! তাঁকে মমতা বলেন, 'সংবাদমাধ্যমের কাছে কম কথা বল'। কড়া বার্তা দেন অভিষেকও। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় কে কি করছ, সব আমার নজরে আছ। দল ব্যবস্থা নিতে পিছপা হবে না'।এদিকে সাগরদিঘি উপনির্বাচনে জেতার পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস। দলবদলের পর তাঁর বাড়ি, গোডাউন, এমনকী হাসপাতালেও তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। সাগরদিঘির বিধায়ককে অভিষেক বলেন, 'কংগ্রেসে থাকাকালীন তোমার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আসেনি। এখন আসছে। বোঝার চেষ্টা কর, এর উদ্দেশ্য'। একই বার্তা দেন ডোমকলের বিধায়ককেও।স্রেফ দলের বৈঠক নয়, এবার প্রশাসনিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্য়ায়। কবে? ২৪ জানুয়ারি বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ফিরবেন কলকাতায়।