• ডার্বি গোলের থেকে জয়কেই বেশি গুরুত্ব দিলেন ক্লেইটন
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী, ভুবনেশ্বরআইএসএলে পাঁচ গোল। সুপার কাপে চার। মোট নয় গোল করে ফেলেছেন। ডার্বিতেও গোলের হাতেখড়ি হয়ে গেল। কিন্তু ঐতিহাসিক মুহূর্তে কোনও বাড়তি উচ্ছ্বাস নেই ক্লেইটন‌ সিলভার। মাঠে তাঁর ট্রেডমার্ক সেলিব্রেশন দেখা গেলেও, নব্বই মিনিটের শেষে অদ্ভুত শান্ত ব্রাজিলীয় স্ট্রাইকার। তবে তাঁকে নিয়ে উচ্ছ্বাস, উল্লাসের খামতি নেই। অল্প সময়ের মধ্যেই জোড়া ডার্বি জয়। ম্যাচ শেষ হতেই ক্লেইটনকে বুকে জড়িয়ে ধরলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সমর্থকদের ভালবাসার জোয়ারে ভাসলেন ব্রাজিলীয়। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ডার্বিতে গোলের খিদের কথা জানিয়েছিলেন। অবশেষে সেই অধরা স্বপ্ন পূরণ। তবে নিজের গোলের থেকেও দলের জয়কে এগিয়ে রাখলেন। ক্লেইটন বলেন, "আমি ম্যাচ জেতায় খুশি। সবাই এই ডার্বির গুরুত্ব জানে। তবে তিন পয়েন্ট পেয়ে আমি সবচেয়ে খুশি। আমরা পরের রাউন্ডে। সেমিফাইনাল খেলব। শুধুমাত্র আমার জন্য নয়, দলের সবার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভাল খেলতে পেরে খুশি। আমি সব ম্যাচেই গোল করতে চাই। জানি ডার্বি সবসময়ই স্পেশাল। কিন্তু এটা আমার কেরিয়ারে আর পাঁচটা গোলের মতোই আরও একটা গোল।" ডুরান্ডের পর সুপার কাপ। বড় ম্যাচে গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নন্দকুমার। এদিনও স্কোরশিটে নাম তুলতে পেরে খুশি। নন্দকুমার বলেন, "ডার্বিতে গোল করতে পেরে আমি ভাগ্যবান। বড় ম্যাচে এটা আমার দ্বিতীয় গোল। খুব ভাল লাগছে। আমাদের দল এবং ফ্যানদের জন্য খুবই ভাল।" মিশন ডার্বির পর এবার লক্ষ্য সেমিফাইনাল। ট্রফির দিকে আরও একধাপ এগোলেন‌ ক্লেইটনরা।‌ 
  • Link to this news (আজকাল)