• চাঁদের মাটি স্পর্শ করল জাপানের চন্দ্রযান
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে জাপানের চন্দ্রযান। নিজস্ব প্রযুক্তিতে বানানো চন্দ্রযান ল্যান্ডার স্লিম (ডাকনাম ‘মুন স্নাইপার’) শুক্রবার সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল জাপান। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটি ছুঁলেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে ‘মুন স্নাইপারে’। ফলে এই অভিযান কতটা সফল হবে, তা নিয়ে সংশয় থাকছে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম) বা ‘মুন স্নাইপারে’ সৌরশক্তি পৌঁছচ্ছে না। চন্দ্রপৃষ্ঠে রুটিন কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। জাপানি ল্যান্ডারটিতে সেই সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে ত্রুটি দেখা দিয়েছে। অবশ্য জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জানিয়েছে, সৌরশক্তির অভাবে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য অনুসন্ধান করতে না পারলেও তাদের অভিযানকে সফলই ধরা হবে। কারণ চাঁদের মাটিতে তারা সফল ভাবেই মহাকাশযান নামিয়েছে। জানা গেছে এই মুহূর্তে জাপানের চন্দ্রযানটিতে যে সৌরশক্তি রয়েছে, তাতে কয়েক ঘণ্টা পর্যন্ত কাজ চলবে। তার মধ্যে ত্রুটি শুধরে নেওয়া না গেলে থমকে যাবে চাঁদে জাপানি অভিযান। অর্থাৎ ইসরোকে টেক্কা দিতে পারল না জাপান। 
  • Link to this news (আজকাল)