• রাজতন্ত্র অবমাননার দায়ে ৫০ বছরের কারাদণ্ড থাই নাগরিকের
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় ৩০ বছর বয়সী গণতন্ত্রপন্থী কর্মী মংকোল থিরাকোটকে ৫০ বছরের কারাদণ্ড দিল চিয়াং রাইয়ের আদালত। ওই ব্যক্তি পেশায় একজন অনলাইন পোশাক বিক্রেতা। ফেসবুকে রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট করায় নিম্ন আদালত প্রথমে তাকে ২৮ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে তিনি আরও ১১টি অপরাধে দোষী সাব্যস্ত হন। উচ্চ আদালত তাকে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছে। দেন। প্রসঙ্গত, রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভে ২০২১ সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। ব্যাংককের কঠোর রাজপরিবার অবমাননা আইনে সাম্প্রতিক কালে মধ্যে এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী সাজা। এর আগে ২০২১ সালে এই আইনে ৪৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল এক মহিলাকে।
  • Link to this news (আজকাল)