• ‌ভয়াবহ অগ্নিকাণ্ড ডায়মন্ড হারবারে, পুড়ে ছাই চামড়ার কারখানা...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার ভোররাতে আগুনে পুড়ে ছাই ডায়মন্ড হারবারের চামড়ার কারখানা। জানা গেছে নেতাড়া স্টেশন সংলগ্ন বাজারে ভোররাতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একটি চামড়ার কারখানা। এছাড়া খাবারের হোটেল সহ অন্তত ১৫টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে একটি হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। তবে হতাহতের ঘটনা নেই। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের। জানা গেছে ভোররাত তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে। সেখান থেকে চামড়ার কারখানায়। জানা গেছে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা। তারপর কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর আসে দমকল। 
  • Link to this news (আজকাল)