• সামনেই লোকসভা ভোট, মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা শুরু...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক হয়েছে মুর্শিদাবাদ তৃণমূল নেতৃত্বের। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও জোট হচ্ছে না। জানা গিয়েছে, জেলার তৃণমূল নেতৃত্বকে ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার বার্তা দিয়েছেন দলনেত্রী। জল্পনা শুরু হয়েছে, মুর্শিদাবাদ জেলার তিনটি আসন থেকে কারা হতে পারেন প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসন দুটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল। এদিনের বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা জানিয়েছেন, আলোচনার সময় দলনেত্রী মমতা ব্যানার্জী একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন জঙ্গিপুর আসন থেকে পুনরায় খলিলুর রহমানকেই দল টিকিট দেবে। সূত্রের খবর, মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে গত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী আবু তাহের খানের পুনরায় টিকিট পাওয়া অনিশ্চিত। এদিনের বৈঠকে দলনেত্রী আবু তাহেরের শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। শারীরিক অসুস্থতার কারণে দলনেত্রী ফের তাঁকে মনোনয়ন দিতে চান না বলেই খবর। তবে বহরমপুর আসনে তৃণমূল নেত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে কাকে দাঁড় করান সেদিকেই এখন সকলের নজর। গতবার এই আসনে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অপূর্ব সরকার ।এবারও তিনি প্রার্থী হওয়ার দৌড়ে থাকলেও বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জীর নামও হাওয়াতে ভেসে উঠেছে। তবে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জী এই কেন্দ্রে বহিরাগত কাউকে প্রার্থী করতে পারেন বলেও খবর তৃণমূল সূত্রে।
  • Link to this news (আজকাল)