• ‌মাইকেলের জন্মদিন উপলক্ষ্যে ৯ দিন ‌মধুমেলা যশোরের সাগরদাঁড়িতে...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এই উপলক্ষ্যে ওপার বাংলার যশোরের কেশবপুর উপজেলায় কবির জন্মস্থান সাগরদাঁড়িতে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার থেকে নয় দিন ব্যাপী শুরু হয়েছে মধুমেলা। শুক্রবার বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলি, যশোর–৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন প্রমুখ। এদিকে মেলা উপলক্ষ্যে কবির জন্মস্থান সাগরদাঁড়িকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দক্ষিণ–পশ্চিমাঞ্চলের হাজারো কবি ভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা শুরুর দিন শুক্রবার দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। মধুমেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারবেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়িতে মধুমেলার মধুমঞ্চে নয় দিন ব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক দেওয়া হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসন সজাগ। মেলার চারপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
  • Link to this news (আজকাল)