• ন্যায্য পেনাল্টি বাতিল, এটাই টার্নিং পয়েন্ট, দাবি ক্লিফোর্ডের...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী, ভুবনেশ্বরশুক্র রাতে কলিঙ্গ স্টেডিয়ামে এক দলের কোচের মাস্টারস্ট্রোকে বাজিমাত, অন্যজনের ভুল সিদ্ধান্তে‌‌ ভরাডুবি। দুই চিত্র দুই শিবিরে। রাজ বাসফোরকে তুলে রবি বাহাদুর রানাকে নামানোর পরই বাগান রক্ষণ আরও সমস্যায় পড়ে‌। বিশেষ করে তৃতীয় গোলের ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করাতে হবে রবি এবং অর্শকে। প্রথমজনের পা থেকে বল ছিনিয়ে নেন বোরহা। এমন হাইভোল্টেজ ম্যাচে অনভিজ্ঞ ডিফেন্ডারকে নামানো ক্লিফোর্ডের মস্ত বড় ভুল। তবে এর ব্যাখ্যা দেন বাগান কোচ। ক্লিফোর্ড বলেন, "রাজ বাসফোরের একটা হলুদ কার্ড ছিল। আরেকটা হলুদ কার্ড দেখলে তখন আপনি জিজ্ঞেস করতেন কেন ওকে তুলে নিইনি। রবিকে নামানো নিয়ে আমার মনেও সন্দেহ ছিল। ভাবছিলাম পারবে কিনা। কিন্তু আমার হাতে আর কোনও বিকল্প ছিল না।" দিমিত্রি পেত্রাতোসের পেনাল্টি মিসের আগে পর্যন্ত লড়াইয়ে ছিল মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে হারিয়ে যায়। ক্লিফোর্ডের মতে পেনাল্টি মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট। ঘুরিয়ে রেফারিকে একহাত নেন বাগান কোচ। ক্লিফোর্ড বলেন, "পেনাল্টি মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ পেনাল্টি ন্যায্য ছিল। রেফারি কেন ওটা বাতিল করল বুঝলাম না। ব্লাইন্ড সাইটে ওনার দেখার কোনও সম্ভাবনাই নেই। পেনাল্টি বাতিল না করা হলে হয়তো অন্যরকম হত।" ডার্বির আগের দিন দাবি করেছিলেন, রক্ষণ নিয়ে কোনও সমস্যা নেই। তিন গোল হজমের পরও একই বাণী ক্লিফোর্ডের মুখে। উল্টে বলেন, গোলের সুযোগ তৈরি হয়েও গোল না করতে পারাই পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু যেই দলের স্ট্রাইকিং লাইনে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসের মতো বিদেশি রয়েছে, তাঁদের গোল পেতে এত সমস্যা হবেই বা কেন? এবারের আইএসএলে সব দলের মধ্যে সেরা আক্রমণভাগ মোহনবাগানের। কিন্তু তাসত্ত্বেও এই দশা? সরাসরি না বললেও দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের একটা আভাস দেন হাবাসের ডেপুটি। ক্লিফোর্ড বলেন, "আমরা সুযোগ তৈরি করছি। কিন্তু গোল করতে পারছি না। খেলায় এরকম হতেই পারে। তবে আমাদের দলে কিছু একটা সমস্যা হচ্ছে। এটা আমাদের সমাধান করতে হবে। শুধুমাত্র স্কোরিং সমস্যা নয়, বাকি কিছু সমস্যা আছে যেগুলো দ্রুত মেটাতে হবে। আশা করছি নতুন কোচ এই দিকগুলোতে নজর দেবে।" পরের মাসের শুরুতেই আইএসএলের ডার্বি হওয়ার কথা। তার আগে ড্রেসিংরুমের পরিবেশ ঠিক করতে অনেকটাই কসরত করতে হবে হাবাসকে।
  • Link to this news (আজকাল)