• এক দেশ-এক ভোট সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করবে: আপ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  এক দেশ, এক ভোটের বিপক্ষে গিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করল আপ। কেজরিওয়ালের দল জানিয়ে দিল সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দেবে এই ব্যবস্থা। বিজেপি গোটা দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলেও এদিন তোপ দেগেছে আপ। তাঁদের মতে, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে বিজেপি। তাই তাঁরা এই ধরণের সিদ্ধান্ত নিতে চাইছে। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটি একেবারে ভিন্ন প্রকৃতির। এই দুটিকে একসঙ্গে করার অর্থ দেশের সংবিধানকে অবমাননা করা বলে জানাল আপ। এরফলে খোলাখুলিভাবে সাংসদ এবং বিধায়ক কেনাবেচা হবে বলেও কটাক্ষ করল আপ। কেন্দ্রকে কটাক্ষ করে আপের বক্তব্য, যে খরচের কথা বারবার কেন্দ্র বলছে তা এরফলে খুব একটা বেশি কমবে না। সামান্য খরচ কমাতে গিয়ে সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বিজেপি বলে দাবি আপের।
  • Link to this news (আজকাল)