• রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দির উদ্বোধনের আগে ফের অন্যরূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী।কখনও হাতির শুঁড়ে তিনি তুলে দিলেন মাউথঅর্গ্যান। কখনও আবার আসনে বসে এক মনে শুনলেন রামায়ণ-গান। তিরুচিরাপল্লিতে নানা মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। তিরুচিরাপল্লির রঙ্গনাথস্বামী মন্দিরে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী পা রাখলেন। সেখানে তাঁকে তামিলনাড়ুর প্রাচীন কম্বা রামায়ণ গেয়ে শোনানো হয়। এক মনে চোখ বন্ধ করে সেই গানও শুনেছেন মোদি।মন্দিরের মূল বিগ্রহে প্রণাম করে প্রচলিত রীতি অনুযায়ী পুজো দেন তিনি। এই মন্দিরের সঙ্গে রামায়ণে বর্ণিত অযোধ্যা শহরের সম্পর্ক আছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। রঙ্গনাথস্বামী মন্দিরে পূজিত বিষ্ণু বিগ্রহের সঙ্গে অযোধ্যার সম্পর্কের উল্লেখ রয়েছে বৈষ্ণব ধর্মগ্রন্থে।২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর হাতেই হতে চলেছে অযোধ্যার মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। উদ্বোধন অনুষ্ঠানের রাজকীয় আয়োজন করা হয়েছে। সাজ সাজ রব গোটা অযোধ্যায়। উদ্বোধনের আগে বিশেষ ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী মোদি। 
  • Link to this news (আজকাল)