• ফ্ল্যাট প্রতারণা মামলায় আলিপুর আদালতে হাজিরা নুসরতের
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নির্দেশ মেনে ফ্ল্যাট প্রতারণা মামলায় আলিপুর আদালতে হাজিরা দিলেন নুসরত জাহান। আইনজীবীকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় নথি জমা দিলেন তিনি। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে গত বছর গড়িয়াহাট থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কয়েকজন। "সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টর পদে তিনি থাকাকালীন, ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা নিয়েও, তা পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। যা ঘিরে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে ইডি দপ্তরেও অভিযোগ জানান অনেকে। সেই অভিযোগের ভিত্তিতে ইডি দপ্তরেও হাজিরা দেন নুসরত। সাংবাদিক বৈঠক করে সাংসদ জানান, কোনও আর্থিক প্রতারণার সঙ্গে তিনি জড়িত নন।২০১৭ সালেই সেই সংস্থায় ইস্তফা দিয়েছেন বলেও জানান। এরপরেও তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন কয়েকজন। ১৬ জানুয়ারি আলিপুর জাজেস কোর্ট নির্দেশ দিয়েছিল, সাংসদকে হাজিরা দিতে হবে। নির্দেশ মেনে আজ হাজির হলেন নুসরত।
  • Link to this news (আজকাল)