• ২২ জানুয়ারি শুরু ট্রেড ফেয়ার
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শিল্প মেলায় থাকছে "জব ফেয়ার"। সেইসঙ্গে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গল ন্যাশানাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) আয়োজিত ৩৬ তম শিল্প মেলা বা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার এবছর শুরু হবে আগামী ২২ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বিএনসিসিআইয়ের প্রেসিডেন্ট অশোক কুমার বণিক জানিয়েছেন, "গত তিন বছর ধরে আমরা আমাদের নিজেদের জমিতে মেলার আয়োজন করলেও এবছর এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে ইকো পার্কে।" মেলার উদ্বোধন করবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। থাকবেন দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল এইচ ধর্মরাজন, হিডকো"র চেয়ারম্যান দেবাশিস সেন প্রমুখ। মেলায় আয়োজিত হচ্ছে একাধিক "কনক্লেভ"‌। চেয়ারম্যান হিসেবে ইন্ডাস্ট্রি কনক্লেভকে এগিয়ে নিয়ে যাবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) আচার্য সত্যম রায়চৌধুরী। এডুকেশন কনক্লেভের নেতৃত্ব দেবেন বিএনসিসিআই-এর শাখা প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই)-এর চেয়ারম্যান ড. অর্পণ মিত্র এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী। এবছরই মেলায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে জব ফেয়ার। প্রাক্তন সেনাকর্মীরা পাবেন বিভিন্ন জায়গায় কাজের সুযোগ। বিএনসিসিআইয়ের প্রেসিডেন্ট জানিয়েছেন, "গতবার ৬২টি স্টল ছিল। এবছর মেলায় থাকছে ১০০টির কাছাকাছি স্টল। স্টল দেবেন বাংলাদেশ, থাইল্যান্ড, আফগানিস্তান, তুরস্ক এবং মিশরের প্রতিনিধিরাও।" শেষমুহূর্তে পাকিস্তানের প্রতিনিধিরাও আসতে পারেন বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ন"টা পর্যন্ত।
  • Link to this news (আজকাল)