• ‌২০২৩ সালে সুদানের এই শহরে মারা গেছেন অন্তত ১৫ হাজার মানুষ ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর (এসএএফ) মধ্যে চলা সংঘর্ষে ২০২৩ সালে পশ্চিম সুদানের একটি শহরে মারা গেছেন অন্তত ১৫ হাজার মানুষ।পশ্চিম দারফুরের এল জেনেইনা শহরে গত বছর এত মানুষ মারা গেছেন বলে শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছে। প্রসঙ্গত, সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আরএসএফ’র মধ্যে সংঘাত শুরু হয়। সংঘাত শুরুর পর থেকেই সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এই পরিস্থিতিতে প্রায় পাঁচ লাখ মানুষ প্রতিবেশী দেশ চাদে আশ্রয় নিয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৭০ লক্ষ মানুষ। 
  • Link to this news (আজকাল)