• অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন, অবাছাইয়ের কাছে হেরে বিদায় একনম্বরের...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন। চেক প্রজাতন্ত্রের অবাছাই লিন্ডা নসকোভার কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা ইগা শিয়নটেক। ম্যাচের ফলাফল ৩-৬, ৬-৩, ৬-৪। কেরিয়ারে প্রথমবার চতুর্থ রাউন্ডে উঠলেন লিন্ডা। পরের ম্যাচে এলিনা সিতোলিনার মুখোমুখি হবেন তিনি। বছরের প্রথম গ্র্যান্ডস্লামে ফেভারিট হিসেবেই নেমেছিলেন শিয়নটেক। সম্প্রতি গ্র্যান্ডস্লামে বিশেষ সাফল্য নেই। গতবছর একমাত্র ফরাসি ওপেন জিতেছিলেন। এবছর প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে নেমেছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডেই যাত্রা শেষ তাঁর। রড লেভার এরিনায় ১৯ বছরের লিন্ডার বিরুদ্ধে অনায়াসেই প্রথম সেট জেতেন বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা। কিন্তু দ্বিতীয় সেটে হেরে বসেন। ভুল সার্ভিস এবং একাধিক আনফোর্সড এররের খেসারত দিতে হল। ব্রেক পয়েন্টও কাজে লাগাতে পারেনি। তৃতীয় সেটে অতিরিক্ত চাপে পড়ে যান শিয়নটেক। শেষপর্যন্ত ৪-৬ এ সেট হেরে ম্যাচ খোয়ান। এমিলি মরেসমোর পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বের একনম্বর প্লেয়ারকে হারানোর নজির গড়লেন লিন্ডা। ১৯৯৯ সালে তৎকালীন একনম্বর মহিলা তারকা লিন্ডসে ডেভেনপোর্টকে হারিয়েছিলেন মরেসমো।
  • Link to this news (আজকাল)