• প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে আসন্ন কোপা আমেরিকা প্রতিযোগিতা শেষ হওয়ার পরে প্যারিসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। অতীতে একবার আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন লিওনেল মেসি। এবার জিততে চান আরও একবার।তবে সবটাই নির্ভর করছে আর্জেন্টিনার মূল পর্বে কোয়ালিফাই করার ওপর। আগামী শনিবার থেকে অলিম্পিকের এই কোয়ালিফাই পর্ব শুরু হবে। আগামী মার্চে আন্তর্জাতিক বিরতিতে চিনে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-২০ দলের বেশ কয়েকজন ফুটবলারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। অলিম্পিকের আগে মূলত মেসি ও ডি মারিয়াদের সঙ্গে খেলে নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর জন্যই মূলত এই কাজ তাদের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে আর্জেন্টিনা। যেখান থেকে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন মেসি, ডি মারিয়া, মাশ্চেরানো, আগুয়েরোর মতো তারকারা। এবার যদি মেসি অলিম্পিকে আরও একটি স্বর্ণপদক পান তবে তিনি গড়বেন ইতিহাস। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুইটি অলিম্পিক স্বর্ণপদক ও বিশ্বকাপ জয়ের নজির গড়বেন ইন্টার মায়ামির এই তারকা।
  • Link to this news (আজকাল)