• রামমন্দির নিয়ে ভুয়ো তথ্য প্রচার করলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কেন্দ্রের ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, রামমন্দির নিয়ে গণমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে উস্কানিমূলক এবং ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন ১৯৯৫-এ উল্লিখিত সম্প্রচার সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলিও তুলে ধরা হয়েছে তাতে। এই আইন অনুযায়ী কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে বা ধর্মীয় গোষ্ঠীর প্রতি অবমাননাকর অশ্লীল ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য প্রচার করা যাবে না। হিংসায় উস্কানি দেয় অথবা দেশ বিরোধী কার্যকলাপের প্ররোচনা সৃষ্টিকারী কোনও বিষয়বস্তুরও সম্প্রচার আইন বিরুদ্ধ। প্রেস কাউন্সিল আইন ১৯৭৮-এ বর্ণিত সাংবাদিকদের আচরণবিধি সংক্রান্ত নিয়মকানুনও তুলে ধরা হয়েছে বিবৃতিতে।
  • Link to this news (আজকাল)