• বরফহীন গুলমার্গ, মুখ ভার ব্যবসায়ীদের
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  শীতের দিনে গুলমার্গ মানেই বরফের চাদর। যেদিকে নজর যাবে সেদিকেই সাদা বরফের স্তুপ। তবে এবার পরিস্থিতিটা একটু আলাদা। গুলমার্গ যেন বরফহীন। একেবারে শুকনো মাটি সর্বত্র। পর্যটন ব্যবসায়ীদের ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে। বরফের মধ্যে যারা স্কি করতে পছ্ন্দ করেন তাঁদেরও মাথায় হাত। শুকনো জমিতে স্কি করা স্বপ্নের সমান। স্থানীয় এক পর্যটন ব্যবসায়ী জানালেন, গুলমার্গের অবস্থা দেখে প্রতিদিনই তাঁর চোখে জল আসছে। সামনেই বিয়ে। তবে ব্যবসায় মন্দার কারণে তিনি বিবাহ আপাতত স্থগিত রেখেছেন। কয়েকজন পর্যটকের জন্য হেলিকপ্টার রয়েছে। সেটি করে তাঁরা পাহাড়ের আরও উপরে উড়ে চলেছেন। যদি সেখানে বরফের দেখা মেলে। বিগত ২০ বছরে এমন পরিস্থিতি দেখেনি গুলমার্গ।  
  • Link to this news (আজকাল)