• অসুস্থ ঈগল উদ্ধার করে বন দপ্তরকে দিলেন পরিবেশকর্মীরা
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ওদলাবাড়িতে অসুস্থ ঈগল"কে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশকর্মীরা। জানা গিয়েছে শুক্রবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ির কার্তিক কলনীর ধীরেন মন্ডলের বাড়ির উঠনে এই ঈগলটিকে বসে থাকতে দেখা যায়। পাখিটি উঠোনে বসে ঝিমোচ্ছিল। ধীরেন বাবু ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি(ন্যাস) এর সদস্যদের খবর দেন। ন্যাস-এর সদস্যরা এসে অসুস্থ ঈগলটিক উদ্ধার করে বনদপ্তরের মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের কর্মীদের হাতে তুলে দেন।নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলি জানান, এই সময় বিভিন্ন কৃষক, জমির ফসলে কীটনাশক দিয়ে থাকেন। সম্ভবত কৃষি জমির বিষাক্ত পোকামাকড় খেয়ে ঈগলটি অসুস্থ হয়ে থাকতে পারে। ঈগলটির পায়েও চোট লেগেছিল। তারা ঈগলটিকে উদ্ধার করে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসার পর বনদপ্তরের মালবাজার ওয়াইল্ড স্কোয়ার্ডের বনকর্মীদের হাতে তারা ঈগলটিকে তুলে দিয়েছেন। বনকর্মীরা সেটিকে লাটাগুড়ির প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠিয়েছেন। সেখানেই ঈগলটির পরবর্তী চিকিৎসা হবে বলে তিনি জানান।
  • Link to this news (আজকাল)