• ‌‌নজরে লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলার ‘‌বিশেষ দায়িত্বে’‌ ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সি...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার জন্য ‘‌বিশেষ দায়িত্ব’‌ দেওয়া হল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। তৃণমূল সুত্রে খবর, এই মুহূর্তে দলে ‘‌পর্যবেক্ষক’‌ পদের অস্তিত্ব না থাকলেও সাগরদিঘি উপনির্বাচনের পর রাজ্য নেতৃত্বের তরফে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি এবং ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে মুর্শিদাবাদ জেলার ‘‌বিশেষ দায়িত্ব’‌ দেওয়া হয়েছিল। অভিষেক ব্যানার্জির পাশাপাশি রাজ্য নেতৃত্বের তরফে এতদিন এই দুই নেতাই মূলত মুর্শিদাবাদ জেলার বিধায়ক এবং অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন। যদিও শুক্রবার মুর্শিদাবাদের বিধায়ক, সাংসদ এবং বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে বৈঠকের সময় এই দুই নেতাকে কালীঘাটে দেখা যায়নি। শুক্রবার কালীঘাটের বৈঠকে উপস্থিত জেলার এক শীর্ষ নেতা জানান, ‘‌সিদ্দিকুল্লা চৌধুরী এবং মোশারফ হোসেনে কি দায়িত্ব ছিল তা আমরা নিজেরাই ঠিক করে জানি না। তাদেরকে ফোন করলেও বেশিরভাগ সময় সাড়া পাওয়া যেত না।’‌ শুক্রবারের বৈঠকে একাধিক বিধায়ক মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাজনৈতিক সমস্যার কথা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কাছে তুলে ধরেন। এরপরই মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সিকে মুর্শিদাবাদ জেলা দেখার জন্য ‘‌বিশেষ দায়িত্ব’‌ দেন। মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বকে বলা হয়েছে, এবার থেকে তাঁদের কোনও অভাব–অভিযোগ বা কিছু বলার থাকলে তা যেন ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সিকেই বলা হয়। এদিকে, ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সির মতো শীর্ষস্তরের দুই নেতাকে মুর্শিদাবাদ জেলার ‘‌দায়িত্ব’‌ দেওয়ায় খুশি জেলার প্রায় সমস্ত বিধায়ক। 
  • Link to this news (আজকাল)