• ত্রিধারা উৎসবে রাশিদ মঞ্চ
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হল দ্বাদশ ত্রিধারা উৎসব৷ উস্তাদ রাশিদ খানের স্মৃতিতে মঞ্চের নাম দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কবি বীথি চট্টৌপাধ্যায় ও বিধায়ক দেবাশিস কুমার৷ এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দেবলীনা কুমার৷ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। দেবযানী বসু কুমারের লেখা দশটি গল্পের উপরে সুস্মেলী দত্তের নাট্যরূপ দেওয়া "দশ কাহন" নামে একটা বইয়েরও উদ্বোধন হয়৷ সাত দিনের এই উৎসবে ত্রিধারা একটি মেলারও আয়োজন করেছে৷ অনুষ্ঠানে শুরুতে নন্দিত কুহেলিকা ট্রুপের একটি মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান হয়। গানে অংশ নেন ড. শ্রীধারা গুপ্ত, পর্ণাভ ব্যানার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট শিল্পীরা৷ শেষদিন ছাব্বিশে জানুয়ারি রয়েছে ট্যালেন্ট হান্ট শো৷
  • Link to this news (আজকাল)