• দিনে দিনে নির্জনতা হারাচ্ছেন লেখকেরা: সুবোধ সরকার
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র: দীর্ঘ ৪৮ বছর ধরে শব্দ সাজাচ্ছেন। সেসব শব্দের সারি যখন বইয়ের পাতায় ফুটে উঠেছে কবিতার আকারে, পাঠক ছুঁয়ে প্রতিবার ভেবেছেন, এ যেন তাঁরই কথা, তাঁরই যাপন। তাঁরই চিৎকার, আনন্দ সব খুঁড়ে বের করে পাতায় খোদাই করেছেন কবি। তিনি সুবোধ সরকার। লেখালিখির ৪৮ বছরে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন প্রায়শই, কেন লেখেন? উত্তরে ভেতর থেকে কে যেন তাঁকে বলে ওঠে, "না লিখে থাকতে পারি না, তাই।" এবছর বইমেলাতে আজকাল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে "স্বনির্বাচিত "। কেন এমন নাম? সুবোধ জানাচ্ছেন, তিনি কখনও ভাবেননি এমন নাম দেবেন বইয়ের। কারণ কী তবে? জানালেন, "৪৮ বছরে কেবল কবিতার বই লিখেছেন ৪৫টি। তার থেকে ৫টি বই, "সুবোধ ভার্সেস সুবোধ", "মেয়েদের টয়লেটে কী করছিলাম" "প্লেটো থেকে পাওলি দাম", "ইরাবতী আসে ইরাবতী চলে যায়" এবং "হিরণ্ময় ভলক্যানো"। এই ৫টি বই এখন আর সেভাবে মেলে না হাতের কাছে। এই ৫টি বইকে একসঙ্গে জড়ো করে তার মধ্যে থেকে বেছে তৈরি হয়েছে স্বনির্বাচিত।" পাঠক পরিবৃত হয়ে, গুণমুগ্ধ পাঠকের বই সই করতে করতে তাঁর মুখে ময়দানের বইমেলার স্মৃতি। সেসব দিন, চূড়ান্ত ভিড়ের মাঝে বই কেনা, প্রিয় লেখকদের সান্নিধ্য পাওয়ার দিন এখনও অমলিন। সুবোধ বলছেন, "আগের লেখকদের থেকে এখনকার লেখকদের পাঠক চেনে অনেক বেশি, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি যোগাযোগ।" কিন্তু এই যোগাযোগই আসলে কিছুটা সমস্যার বলে মনে করছেন তিনি। তাঁর মতে, "এখনকার লেখকরা হয়তো একদিক থেকে ভাগ্যবান। কিন্তু তাঁরা প্রয়োজনীয় নিভৃতি হারাচ্ছেন। ভীষন ভিড়ের মাঝেও কবির, লেখকের প্রয়োজন এই নিরালা, নির্জনতা। আমরা এখন যে সময়ে, এখন লেখক আর পালাতে পারেন না। আমি চিরকাল মনে করি একজন লেখককে পাঠক সরাসরি না চিনলে সেটা ভাল লেখকের পক্ষে।"
  • Link to this news (আজকাল)