• রামমন্দিরের উদ্বোধন, সোমবার দিল্লি এইমসে অর্ধদিবস ছুটি ঘোষণা ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামিকাল অযোধ্যায় রামের জন্মভূমিতে রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই উৎসবের আমেজ অযোধ্যায়। এদিকে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করল দিল্লি এইমস। শনিবার একটি বিবৃতি প্রকাশ করে এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছে সরকার। ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে এইমস। যদিও চালু থাকবে আপৎকালীন পরিষেবা। ২২ জানুয়ারির সকালে যে সমস্ত রোগীদের চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়ন্টমেন্ট ছিল, তার সময় বদলে দেওয়া হচ্ছে। যে সমস্ত অস্ত্রোপচার জরুরি নয়, সেগুলির সময় সামান্য পিছিয়ে দেওয়া হচ্ছে। বিকেল থেকে আউটডোর বা ওপিডি পরিষেবা চালু থাকবে। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, সিকিম, পুদুচেরি এবং গোয়ার সরকার ইতিমধ্যেই ওই দিন ছুটির কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারও ওই দিন সমস্ত কেন্দ্রীয় দপ্তরে অর্ধদিবস ছুটি দিয়েছে।
  • Link to this news (আজকাল)