• ফিরহাদ হাকিম ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিন। সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার অতিথিদের সমাগম হবে অযোধ্যায়। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে একাধিক রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, সিকিম, পুদুচেরি এবং গোয়ার সরকার ইতিমধ্যেই ওই দিন ছুটির কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারও ওই দিন অর্ধদিবস ছুটি দিয়েছে। অর্থাৎ উৎসবের মেজাজে থাকবে দেশ জুড়ে। যদিও বাংলায় এদিন ছুটি ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্য সরকারের ছুটি দেওয়ার কোনও কারণ নেই। দেশের বিভিন্ন স্থানে কোনও না কোনও জায়গায় মন্দির, মসজিদ, গীর্জা বা গুরদুয়ারা তৈরি হচ্ছে। তাই বলে সব সময় ছুটি দেওয়া সম্ভব নয়।" উল্লেখ্য, ওই দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়ার জন্য বিজেপির তরফে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন। যদিও তা নিয়ে নবান্নের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
  • Link to this news (আজকাল)