• ইরাকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক মার্কিন সেনা ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত একজন ইরাকি-সহ বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাঁদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর বিবিস’র।বিবিসি জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই বিমানঘাঁটিতেই মূলত মার্কিন সেনারা ছিলেন। শনিবার সেই ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়। এতে বহু মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এ হামলার জন্য ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, গোষ্ঠীটি গত বছরের শেষের দিকে সংগঠিত হয়েছিল এবং ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রয়েছেন এতে।
  • Link to this news (আজকাল)