• যুব বিশ্বকাপের শুরুতেই বড় জয়, বাংলাদেশকে হারাল ভারত
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হল ভারতের। শনিবার গ্রুপের প্রথম ম্যাচে ৮৪ রানে বাংলাদেশকে হারালেন উদয় সাহারানরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। জবাবে ১৬৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সৌম্য পাণ্ডে এবং মুশির খানের দাপটে কুপোকাত ওপার বাংলার ব্যাটাররা। প্রথমজন চার উইকেট নেন। ম্যাচের সেরা আদর্শ সিং। ৭৬ করেন ভারতের ওপেনিং ব্যাটার। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান মাহফুজুর রহমান। শুরুতেই জোড়া উইকেট হারায় ভারত। আর্শিন কুলকার্নি, মুশির খান রান পায়নি। তৃতীয় উইকেটে ১১৬ রান যোগ করেন আদর্শ সিং এবং উদয় সাহারান। ৯৬ বলে ৭৬ রান করে আউট হন ভারতীয় ওপেনার। অধিনায়ক করেন ৬৪ রান। শেষদিকে প্রিয়াংশু মোলিয়া, আরাভেল্লি আভানিশ এবং শচীন দাস গুরুত্বপূর্ণ রান যোগ করে। ৫০ ওভারের শেষে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান তোলে ভারত। ৫ উইকেট নেন মারুফ মৃধা। বাঁ হাতি পেসারের সামনেই আত্মসমর্পণ করে ভারতের টপ অর্ডার। অন্যদিকে রান তাড়া করতে নেমে শুরুতেই ভরাডুবির মুখে পড়ে বাংলাদেশ। ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারায়। একমাত্র আরিফুল ইসলাম (৪১) এবং মহম্মদ শিহাব জেমস (৫৪) কিছুটা চেষ্টা করে। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ৪৫.৫ ওভারে ১৬৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট নেন সৌম্য পাণ্ডে। জোড়া উইকেট মুশির খানের।
  • Link to this news (আজকাল)