• জয়শঙ্কর
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ড.এস জয়শঙ্কর। শনিবার স্থানীয় সময় বিকেলে উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা হয় তাঁর। এরপর তিনি এক্স হ্যান্ডেলে এ কথা লিখেছেন।তিনি লিখেছেন, "ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তাঁর নিয়োগের জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করি। আর শিগগির তাঁকে দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।" বিকেলে কাম্পালায় সাইড লাইন বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই বিদেশমন্ত্রী।
  • Link to this news (আজকাল)