• রাম মন্দির নিয়ে ওয়াইসিকে কড়া জবাব দিল বিশ্ব হিন্দু পরিষদ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাবরি মসজিদ প্রসঙ্গে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিল বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের মুখপাত্র বিনোদ বনসল বলেন, হায়দরাবাদের সাংসদ শীঘ্রই রামনাম জপ করবেন। যদি ওয়াইসি-র বাবরি মসজিদ নিয়ে এতটাই চিন্তা ছিল তবে তিনি কেন আদালতে যাননি ? আসলে তিনি রাজনীতি ছাড়া কিছুই করছেন না। প্রসঙ্গত, শনিবার বাবরি মসজিদ প্রসঙ্গে ওয়াইসি বলেন, “বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতিষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে।” কর্নাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েইসি বলেন, “গত ৫০০ বছর ধরে বাবরি মসজিদ নমাজ পড়ছিল মুসলিমরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলাশাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজো শুরুর নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রামমন্দিরের অস্তিত্ব ছিল না।
  • Link to this news (আজকাল)