• শীতে কাঁপছে দিল্লি, পারদ নামল ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শীতে কাঁপছে গোটা দিল্লি। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সকালের দিকে রয়েছে ঘন কুয়াশার চাদর। তবে বেলা বাড়ার সঙ্গেই আকাশ খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে শীতের কামড় আরও বেশি করে পড়ছে। ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই ধরণের পরিবেশ থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সকালে দিকে ঘন কুয়াশার জেরে ১১ টি ট্রেন দেরিতে চলছে। এমনিতেই প্রতিবার দিল্লিতে এই সময় প্রচুর শীত পড়ে। তারপর বাড়তি হয়েছে দূষণ। এই পরিস্থিতিতে প্রবীণদের সকালের দিকে বাইরে যেতে বারণ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি রাতের দিকে গাড়ি চলাচলে যাতে অসুবিধা না হয় সেজন্যে চালকদের সকলকেই ফগ লাইট ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সবমিলিয়ে শীতে জবুথবু গোটা রাজধানী।
  • Link to this news (আজকাল)