• নিম্নমুখী পারদ, সপ্তাহজুড়ে জারি থাকবে কনকনে শীতের দাপট ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা জুড়ে জারি শীতের দাপট। জাঁকিয়ে ঠান্ডা উত্তর থেকে দক্ষিণে। ফের নামল তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। ২৩ জানুয়ারি থেকে আরও নামবে পারদ। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও তাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারেও জেলায় জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামিকাল থেকে পরিষ্কার আকাশ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে সব জেলা। কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে।
  • Link to this news (আজকাল)