• তৃতীয় দিন শেষ, ইডেনে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে কী অবস্থা বাংলার' রইল খেলার হাইলাইটস
    ২৪ ঘন্টা | ২১ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনোজ তিওয়ারি অ্য়ান্ড কোং রঞ্জির তৃতীয় ম্য়াচ খেলতে নেমেছে। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে চলতি রঞ্জির প্রথম হোম ম্য়াচ খেলছেন লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা। রবিবার অর্থাৎ আজ ক্রিকেটের নন্দনকাননে, অল্প আলোর জন্য় প্রায় পুরো দিনের খেলাই সেভাবে হল না। বিকেল সাড়ে তিনটে নাগাদ ম্য়াচ শুরু হয়েছিল। আর শুরু হতেই বাংলা কাজের কাজ করে ফেলে। ছত্তীসগঢ়ের দুই উইকেট তুলে নেয়।অভিষেক পোড়েলের ঝকঝকে সেঞ্চুরিতে (২১৯ বলে ১১৪) ভর করে বাংলা প্রথম ইনিংসে ৩৮১/৮ রানে ডিক্লেয়ার করেছিল। অভিষেকের সঙ্গেই বলতে হবে অনুষ্টুপ মজুমদার (৭১) ও সুদীর ঘরামির (৪৯) ব্য়াটের কথাও। অমনদীপ খারের দল এদিন ২৭ রান তুলতে গিয়েই দুই উইকেট হারিয়ে ফেলেছে। দুই ওপেনার একনাথ কেরকর (১২) ও ঋষভ তিওয়ারি (১০) ফিরে যান। বাংলার হয়ে উইকেট পান করণ লাল ও সুরজ সিন্ধু জয়সওয়াল। দিনের শেষে জিভেশ বুট্টে ও আশুতোষ সিং অপরাজিত আছেন ক্রিজে। কেউই কোনও রান করেননি। আগামিকাল অর্থাৎ সোমবার এই ম্য়াচের গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। বাংলা তিন পয়েন্টই এখন টার্গেট।রঞ্জি অভিযানের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বাংলাকে! বিশাখাপত্তনমে মনোজ তিওয়ারি অ্যান্ড কোংয়ের ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করেছিল বাংলা। দ্বিতীয় ম্য়াচে বাংলা মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশের। তবে অন্ধ্রের বিরুদ্ধে যেটা করতে লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা ব্য়র্থ হয়েছিলেন, সেটাই উত্তরপ্রদেশের বিরুদ্ধে তাঁরা করেছিলেন। অর্থাৎ প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ড্র করেও পকেটে এসেছিল তিন পয়েন্ট। জীবনের শেষ রঞ্জিতে অধিনায়কত্ব করছেন মনোজ। চাইবেন মধুরেণ সমাপয়েৎ করতেই। গতবছর তীরে এসেও তরী ডুবেছিল বাংলা ব্রিগেডের। মনোজের টিম ফাইনালে উঠেছিল। কিন্তু সৌরাষ্ট্রের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাকে। ৩৩ বছরের খরা কাটিয়ে ভারতসেরা হওয়া যায়নি।

      
  • Link to this news (২৪ ঘন্টা)