• পরভূমে পূজিত রাম
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • তমালিকা বসু, লন্ডন: অযোধ্যা থেকে লন্ডন। লন্ডন ছাড়িয়ে লেস্টার, বার্মিংহ্যাম। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে বিলেতের মাটিতে সর্বত্র চলছে শ্রী রামের জয়ধ্বনি। বাদ যায়নি পার্লামেন্টও। রাম মাহাত্ম্য ও শ্রী রামের নামে জয়ধ্বনি ভেসে এসেছে টেমসের ধারে ওয়েস্টমিনস্টরের অন্দর থেকে। তাতে সামিল হয়েছেন শ্বেতাঙ্গ ব্রিটিশ সাংসদরা। ব্রিটেনের ২০০টি হিন্দু মন্দির সংগঠন ইতিমধ্যে রাম মন্দিরের সমর্থনে একটি সাধুবাদপত্র ভারতে রাম মন্দির কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছে সেই পত্রে স্বাক্ষর করেছেন লন্ডনের হ্যারো অঞ্চলের সাংসদ বব ব্ল্যাকমান। মন দিয়ে শোনেন গীতার ভজন। শুক্রবার থেকে সোমবার, লন্ডনের কেন্টন, উলিচ, গ্রিনিচ, সাউথহল, ওয়াটফোর্ড-এর মন্দিরগুলিতে তিনদিন রাম কথার আয়োজন করা হয়েছে। ভজন-কীর্তন ও মহা আরতির আয়োজন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যায়। উলিচের স্বামীনারায়ান কচ্ছ হিন্দু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণ প্রতিষ্ঠা দিবসের পূর্বের দু’দিন শনি-রবিবার বেশিক্ষণ মন্দির খোলা থাকবে। মন্দির প্রাঙ্গণের স্বামীনারায়ন মন্দির থেকে রাম মন্দির পর্যন্ত পদযাত্রা চলবে। সন্ধ্যারতির পর মহা প্রসাদ ও ভোগের আয়োজন থাকছে। ওয়াটফোর্ডের ভক্তিবেদান্ত ম্যানর বা ইসকন মন্দির সোমবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছ’টা শ্রী রামমূর্তির উপর বিশেষ পুষ্প অভিষেকের আয়োজন রেখেছে। ভক্তরা রাম-সীতা-লক্ষণের উপর পুষ্প বৃষ্টি করে তাঁদের অযোধ্যা ফিরে আসার মুহূর্তকে ধরে রাখবেন। একই রকম অনুষ্ঠান চলছে লেস্টারের হিন্দু মন্দিরে, বার্মিংহ্যামের হিন্দু মন্দিরে। ধর্মীয় আচার উপাচার ছাড়াও আধুনিক বিশ্বের নানা উপাদান দিয়েও অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা ধরে রাখতে চাইছেন অনাবাসী ভারতীয়রা। পশ্চিম লন্ডন থেকে পূর্ব লন্ডন পর্যন্ত জয় শ্রী রাম ধ্বনি নিয়ে ৩২৫টি গাড়ির র‍্যলি চলেছে শনিবার।সনাতন সংস্থা (ইউকে) জানিয়েছে, শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র প্রতিষ্ঠা সারা বিশ্বের হিন্দুদের কাছে এক অসামান্য উপহার। ব্রিটেনের হিন্দুরাও এ নিয়ে তীব্র উৎসাহী। যে কারণে শুক্রবার ব্রিটিশ সংসদ ভবন, হাউজ অফ কমন্সে রাম মন্দির উদঘাটনের আগে রামের বাল্যমুর্তির এক ঝলক দর্শকদের দেখানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অগণিত মানুষ তাঁদের বিশ্বাস ও ভক্তিতে ব্রিটিশ সংসদের সমর্থন দেখে আপ্লুত।
  • Link to this news (আজকাল)