• আফগানিস্তানে দুর্ঘটনা কবলিত বিমানটি ভারতের নয়, জানাল কেন্দ্রীয় সরকার...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানে দুর্ঘটনা কবলিত বিমানটি ভারতের নয়, বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। দুর্ঘটনার পরেই জল্পনা রটে যায়, দিল্লি থেকে মস্কোগামী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যদিও সেই জল্পনা সম্পূর্ণ খারিজ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিমানটি ভারতের নয়। সরকারের এই বিবৃতির পরেই স্বস্তিতে বিদেশগামী যাত্রীদের পরিবার।অসামরিক বিমান মন্ত্রকের তরফে এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, "আফগানিস্তানে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ভারতের কোনও শিডিউলড বা নন শিডিউলড বিমান নয়। এটি মরোক্কার একটি ছোটো বিমান।" এ সম্পর্কে পরে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে অসামরিক বিমান মন্ত্রক। রাশিয়ান অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাশিয়ার নথিভুক্ত একটি বিমানের রেডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শনিবার রাতে আফগান পুলিশ বিমান দুর্ঘটনার খবর জানায়। যদিও রুশ বিমান মন্ত্রকের তরফে আগে থেকেই জানানো হয়, বিমানটি ছিল ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোগামী এয়ার অ্যাম্বুল্যান্স।
  • Link to this news (আজকাল)