• বাগরাকোটে বিশেষভাবে সক্ষমদের ক্রীড়া প্রতিযোগিতা
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: ওদের কেউ কথা বলতে পারেনা, কেউ চোখে দেখে না, আবার কেউ স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম। কিন্তু ওদের মধ্যেও রয়েছে প্রতিভা, তারাও উদ্দীপনায় ভরপুর, উৎসাহ ও সুযোগ পেলে তারাও আর পাঁচটা "স্বাভাবিক" মানুষের মতোই মাঠে খেলাধুলায় তাক লাগিয়ে দিতে পারে। এমন দৃশ্যই এদিন দেখা গেল ডুয়ার্সের বাগরাকোটে। রবিবার মাল ব্লকের বাগরাকোটের ভানু ময়দানে "নি:স্বার্থ" নামের সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য এক দিবসীয় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মাল মহকুমাশাসক শুভম কুন্ডাল, পদ্মশ্রী করিমুল হক, কার্সিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কর্নেল বিমল সচদেবা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিনা ছেত্রী সহ অনেকে। এদিন মহকুমাশাসক তার বক্তব্যের নি:স্বার্থের সামাজিক কাজ কর্মের প্রশংসা করেন।নি:স্বার্থের প্রতিষ্ঠাতা হর্ষ কুমার বলেন, শারীরিক ও মানসিকভাবে সম পরিমাণ সক্ষম নয় এমন ব্যক্তিরা সমাজে ব্রাত্য নয়। সুযোগ পেলে তাঁদের প্রতিভার বিকাশ সমানভাবেই হতে পারে।
  • Link to this news (আজকাল)