• বইমেলায় 'শিশু দিবস', খুদে পাঠকদের হাতে তুলে দেওয়া হল 'পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান'...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র : বইমেলায় "শিশু দিবস"। পাঠকদের একেবারে শুরু থেকেই বইমুখী করার প্রয়াসে গত কয়েকবছর আগেই এই উদ্যোগ নেয় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বইমেলার প্রথম রবিবার পালিত হয় শিশু দিবস। ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম রবিবার খুদে পাঠকদের হাতে তুলে দেওয়া হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের "পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান" বইটি। জানা গেল, উপহার দেওয়ার জন্য প্রায় ১০ হাজার ছাপানো হয়েছিল এই বই। বিকেল ৪টা থেকে ছিল এই অনুষ্ঠান। তবে তার কিছু আগেই থেকেই গিল্ডের সামনে বাড়তে থেকে ভিড়। বারাসাতের সৌরিন পাল, বাবা মায়ের হাত ধরে এসেছ। ২য় শ্রেণির পড়ুয়া বইমেলায় এসে উপহারে বই পেয়ে বেজায় খুশি। জানাল, এখনও এই বই পড়েনি, তবে গিয়েই পড়ে ফেলবে। পুঁচকে রীতি লাহা এসেছে মা আর দিদুনের হাত ধরে। আধো আধো গলায় একবার পড়ল বইয়ের নামখানা। এই বিশেষ উদ্যোগে আপ্লুত বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত। তাঁর কথায়, " আমি খুশি এরকম একটি উদ্যোগের অংশ হতে পেরে। শিশুরাই তো ভবিষ্যত আমাদের।" এই উদ্যোগ নিয়ে কী বলছেন গিল্ডের সভাপতি? ত্রিদিব চট্টোপাধ্যায় বলছেন, "বছরখানেক আগেই এই পরিকল্পনা মাথায় আসে, যখন দেখছিলাম ছোটরা সরে যাচ্ছে বই থেকে। মনে হয়েছিল গিল্ডের তো একটা দায়বদ্ধতা থেকেই যায়। তরুণ প্রজন্ম বই না পড়লে ছাপবই বা কাদের জন্য? আজ বা কাল বন্ধ হয়ে যাবে বইমেলাই।" সেখান থেকেই ভাবনা, যদি গিল্ড বিনামূল্যে বই দেয়। তাহলে ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সকলে আকৃষ্ট হবে। আকর্ষণ বাড়বে বই নিয়ে। ত্রিদিব চট্টোপাধ্যায় বলছেন, "একথা পরীক্ষিত সত্য, বইয়ের বিকল্প একমাত্র বই। "
  • Link to this news (আজকাল)