• এই দুনিয়ায় বই পড়তে ভালবাসেন এমন মানুষের সংখ্যাই বেশি : প্রচেত গুপ্ত...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র চোখের সামনে যা দেখলেন, লিখে ফেললেন খাতার পাতায়, তাঁর ক্ষেত্রে এমনটা হয়নি। যা দেখলাম, তাই লিখলাম ধারণায় বিশ্বাসী নন তিনি। তবু তাঁর লেখা পড়েই পাঠক বারবার খুঁজে পেয়েছেন নিজেদের। ছোটবেলার আনন্দ, মুখ গোমড়া করা মনখারাপে, হর্ষে বিষাদে, বড়বেলার প্রেমে, বিচ্ছেদে সর্বোপরি বেঁচে থাকায়, তাঁর চরিত্রগুলির মধ্যে বারবার পাঠক নিজেদের ছায়া দেখেছেন। তিনি প্রচেত গুপ্ত। এই মুহূর্তের জনপ্রিয়, বিশিষ্ট সাহিত্যিক। দীর্ঘ লেখালিখির সময়কালে পাঠককে উপহার দিয়েছেন ৬০-এর বেশি বই। ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আজকাল প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তাঁর "মণিমুক্তোর দিনরাত্রি"। যার প্রতিটি পাতায় সাজানো রয়েছে তাঁর বেড়ে ওঠার গল্প। সেই সময়ের বাঙ্গুর এভিনিউ, তাঁদের যাপন চিত্র বারবার তুলে এনেছে তখনকার সময়, সমাজের স্পষ্ট ছবি। বইমেলার প্রথম রবিবারে আজকাল পাবলিকেশনে পাঠক পরিবেষ্টিত হয়ে জানালেন, "একেক সময় এসেছিল এই লেখাগুলি। আজকাল নতুন বই তৈরি করার কথা ভেবেছিল, আমি এসব লেখা দিয়েছি তাদের।" প্রচেত গুপ্ত সেই সময়ের মানুষ, যাঁরা ময়দানের বইমেলা দেখেছেন, দেখছেন সেন্ট্রাল পার্কের বইমেলা। লেখকের কথায়, "বালক বেলা থেকে বৃদ্ধ পর্যন্ত আসছি বইমেলায়।" এই দীর্ঘ সময়ে তিনি লক্ষ্য করেছেন, বইয়ের প্রতি মানুষের, পাঠকের টান, ভালোবাসা, আগ্রহ বাড়ছে। তিনি বলেন, "এবারেও দেখছি মানুষের আগ্রহ। বিভিন্ন বয়সের মানুষকে দেখছি, প্রচুর মানুষ বই কিনছেন। এ বড় আনন্দের কথা। "এই সময়ে মাঝে মাঝেই গেল গেল রব শোনা যায়। শোনা যায়, বর্তমানে কমে যাচ্ছে বই পড়ার মানুষের সংখ্যা, কমছে বইয়ের প্রতি টান। তবে প্রচেত গুপ্ত বলছেন, "এই দুনিয়ায় বই পড়তে ভালবাসেন এমন মানুষের সংখ্যাই বেশি। বইমেলা বারবার সেটাই প্রমাণ করে।"
  • Link to this news (আজকাল)