• 'বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে', ট্রফি হাতেই বিস্ফোরক কিংবদন্তি, মেসিকে বিঁধলেন সুকৌশলে
    ২৪ ঘন্টা | ২২ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরে অষ্টমবার ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতেছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। এর আগে এতবার ব্যালন ডি'অর বিশ্বের আর কোনও ফুটবলার জেতেননি। নতুন বছরের শুরুতেই মেসি ফের বিশ্বরেকর্ড করেছেন। তৃতীয়বারের জন্য় তিনি জিতেছেন ফিফা-র বর্ষসেরা ফিফা 'দ্য় বেস্ট' (FIFA The Best) পুরস্কার। ২০১৯ সালের পর ২০২২ ও ২০২৩ সালেও শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তির হাতে। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালের পর ২০২৩ সালে মেসি ব্যালন ডি'অর জেতেন। এই পুরস্কার পাঁচবার জিতেছেন ক্রিশ্চিয়ানে রোনাল্ডো (Cristiano Ronaldo)। দু'বার ফিফার বর্ষসেরাও হয়েছেন আল নাসেরের পর্তুগিজ জাদুকর। ব্য়ালন ডি'অরের পর ফিফা সেরাতেও মেসিকে দেখে কার্যত বিরক্ত সিআর সেভেন। গত শুক্রবার দুবাই গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসে (Dubai Globe Soccer Awards) একাধিক পুরস্কার জিতেই প্রতিবাদে সরব হলেন আল নাসেরের পর্তুগিজ সুপারস্টার।ব্য়ালন ডি'অর ও ফিফায় মেসির আধিপত্য় প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'দেখুন আমার মনে হয়ে পুরস্কার তার বিশ্বাসযোগ্য়তা হারাচ্ছে। পুরো মরসুমটাই বিশ্লেষণ করতে হবে। এটা বলছি না যে, মেসি-হাল্য়ান্ড-এমবাপে এটির যোগ্য ছিল না। আমি আর এই পুরস্কারগুলিতে বিশ্বাস করি না। আমি গ্লোব সকার জিতেছি বলেই এই কথা বলছি না। আমি তথ্য় ও পরিসংখ্য়ানের ভিত্তিতেই বলছি। নম্বর কখনও প্রতারণা করে না। ওরা চাইলেই আমার থেকে এই ট্রফি কেড়ে নিতে পারে না। কারণ আমি বাস্তব বলছি, আর এটি আমাকে আরও আনন্দ দেয়। কারণ সংখ্যাগুলি সত্যই।'

    সেরা পুরুষ খেলোয়াড়: আরলিং হ্যাল্যান্ড (ম্যাঞ্চেস্টার সিটি এবং নরওয়ে)সেরা মহিলা খেলোয়াড়: আইতানা বনমাতি (এফসি বার্সেলোনা ও স্পেন)ভক্তদের প্রিয় খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল নাসের এবং পর্তুগাল)সেরা প্রেসিডেন্ট: খালদুন আল মোবারক (ম্যাঞ্চেস্টার সিটি)সেরা কোচ: পেপ গুয়ার্দিওলা (ম্যাঞ্চেস্টার সিটি)সেরা মধ্য়প্রাচ্য়ের খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল নাসের এবং পর্তুগাল)সেরা পুরুষদের ক্লাব: ম্যাঞ্চেস্টার সিটিসেরা মেয়েদের ক্লাব: এফসি বার্সেলোনাসেরা মিডফিল্ডার: রডরি (ম্যাঞ্চেস্টার সিটি ও স্পেন)সেরা গোলকিপার: (ম্যাঞ্চেস্টার সিটি ও ব্রাজিল)সেরা স্পোর্টিং ডিরেক্টার: ক্রিশ্চিয়ানো জিউনতোলি (জুভেন্তাস)সেরা এজেন্টt: জর্জ মেন্ডেসসেরা মধ্য় প্রাচ্যের ক্লাব: আল আহলি এসসি (মিশর)পাওয়ার হাউজ এমার্জিং প্লেয়ার: জুড বেলিংহ্য়াম (রিয়াল মাদ্রিদ ও ইংল্য়ান্ড)গ্লোব সকার মারাদোনা পুরস্কার: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল নাসের এবং পর্তুগাল)প্লেয়ার কেরিয়ার পুরস্কার: ক্য়াসেমিরো, জন টেরিকোচ কেরিয়ার পুরস্কার: লিয়োনেল স্কালোনি   
  • Link to this news (২৪ ঘন্টা)