• 'দীপাবলি'র মেজাজ, অযোধ্যায় ভিভিআইপির হাট
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ। আর কিছুক্ষণেই রাম মন্দিরের উদ্বোধন। রামের জন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ইতিমধ্যেই অযোধ্যায় তারকা অতিথিরা পৌঁছে গেছেন। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, রামচরণ, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর কাপুর, শচিন, চিরঞ্জীবী, প্রমুখেরা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুকেশ আম্বানি, গৌতম আদানিরাও। রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে অকাল দীপাবলি অযোধ্যায়। রাম মন্দিরে ইতিমধ্যেই প্রাচীন রীতি মেনে শুরু হয়েছে পুজো। মন্দিরের বাইরে লোকনৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ঢাক, ঢোলের আওয়াজে ভরে উঠেছে মন্দির চত্বর। বিকেলে আলোর ছড়াছড়ি অযোধ্যায়। সূত্রের খবর, বেলা ১০টার খানিকক্ষণ পরেই রাম মন্দিরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বেলায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির।
  • Link to this news (আজকাল)