• আমেরিকায় শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৯০
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র ঠাণ্ডা ও তুষার ঝড়ে প্রাণহানি বেড়ে ৯০ জনে পৌঁছেছে। এরমধ্যে কেবল টেনেসি অঙ্গরাজ্যেই মারা গেছেন কমপক্ষে ২৫ জন। গত এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার এই দেশটিতে তীব্র তুষারপাত চলছে এবং এটি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। এছাড়া ঝড়ের কারণে দেশটির বিশাল এলাকাজুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। খবর বিবিসির।খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ব্যাপক শীতকালীন ঝড়ের কারণে আমেরিকায় ৯০ জনের আবহাওয়াজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল টেনেসিতে কমপক্ষে ২৫ জন এবং ওরেগনে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই দুটি অঙ্গরাজ্যে গুরুতর বরফ ঝড়ের পরে জরুরি অবস্থা জারি রয়েছে। আমেরিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। শৈত্যপ্রবাহের এই অবস্থা চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)