• অযোধ্যায় নয়, শিবিরে যোগ দিতে হায়দরাবাদে রোহিত
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তাঁর আমন্ত্রণ ছিল। শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মিতালি রাজরা গেলেও, যাননি রোহিত শর্মা। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন হায়দরাবাদে পৌঁছলেন ভারত অধিনায়ক। সমাজমাধ্যমেও এই বিষয়ে কিছু জানাননি রোহিত। কিন্তু কেন? জানা গিয়েছে, আমন্ত্রিতদের তালিকায় প্রথম থেকেই ছিলেন তিনি। কিন্তু শনিবার আমন্ত্রণপত্র হাতে পান। তার আগেই নিজের সূচি ঠিক করে ফেলেছিলেন। সেই অনুযায়ী সোমবার হায়দরাবাদে পৌঁছে যান রোহিত। যোগ দেন ভারতীয় শিবিরে। নেটে প্র্যাকটিস করতেও দেখা যায় রোহিতকে। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু। রবিবার থেকে তার শিবির শুরু হয়েছে। কিন্তু সেদিন বাধ্যতামূলক অনুশীলন ছিল না। তাই একদিন পরে, সোমবার দলের সঙ্গে যোগ দেন রোহিত। মাত্র দু"দিন আগে আমন্ত্রণ পাওয়ায় পূর্ব নির্ধারিত সূচি বদল করতে পারেননি ভারত অধিনায়ক। এদিন নেটে রোহিতের ব্যাট করার ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল রাহুল দ্রাবিড়েরও। কিন্তু হায়দরাবাদে ভারতীয় শিবির চলায় যাননি রোহিতদের হেড কোচও। 
  • Link to this news (আজকাল)