• ভারত-জাপান মহিলা দৃষ্টিহীন ফুটবল সিরিজে সুযোগ পেল বাংলার সঙ্গীতা ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: বাংলার মেয়ে সুযোগ পেল মহিলা দৃষ্টিহীন ফুটবল দলের আসন্ন ভারত-জাপান সিরিজে। বাংলার মেয়ে সঙ্গীতা ২০২৪ সালে জাপানে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক দৃষ্টিহীন মহিলাদের ফুটবল সুযোগ পেল। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম জাপানের এই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বিশ্বব্যাপী ভারতের দৃষ্টিহীন মহিলা ফুটবল টিম চতুর্থ স্থানে অবস্থান করছে। একাদশ স্থানে অবস্থান ভারতের দৃষ্টিহীন পুরুষদের দলের। বাংলার দৃষ্টিহীন ফুটবল দলের যাত্রা শুরু ২০১২ সালে। দৃষ্টিহীন গৌতম দে-র হাত ধরে বিনা অনুশীলনে শুরু হয় ভারতের দৃষ্টিহীন ফুটবল দলের যাত্রা। ২০১৩ সালে অভিজিৎ মন্ডল এবং গৌতম দে প্রথমবারের মতন নিজেদের তৈরি দল নিয়ে ভারতের হয়ে থাইল্যান্ডে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০১৭ সালে তৈরি হয় বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। ফুটবলের সঙ্গে দৃষ্টিহীন গৌতম মন্ডল উত্তরবঙ্গে ক্রিকেটারদের জন্য তৈরি করেন কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্যা ব্লাইন্ড ইন বেঙ্গল। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্তরে বাংলা তথা ভারতের এই দৃষ্টিহীন ফুটবল দল সাফল্য অর্জন করেছে। প্রতিটা মুহূর্তে এই দলের পাশে দাঁড়িয়েছেন একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সিইও। আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম দে জানালেন সরকারের কাছে একাধিকবার তাঁরা আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন কিন্তু আর্থিক সহায়তা তাঁদের করা হয়নি।বাংলার পুরুষদের ফুটবল দলকে টেক্কা দিচ্ছে মহিলা দৃষ্টিহীনদের দল। ২০২৩ সালে বার্মিংহামে হওয়া আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে বাংলার মহিলা দৃষ্টিহীনদের ফুটবল দল। বাংলার মেয়ে প্রতিমা ঘোষ সঙ্গীতার নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছয় মহিলাদের দল। আসন্ন ২০২৪-এ জাপানে অনুষ্ঠিত হতে চলেছে ভারত জাপান ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে বাংলা থেকে সুযোগ পেয়েছেন সঙ্গীতা।
  • Link to this news (আজকাল)