• ভক্তদের জন্য মঙ্গলবার থেকেই খুলে যাবে রাম মন্দিরের দরজা ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। এদিনের অনুষ্ঠানে ছিল একেবারে ছিল চাঁদের হাট। তবে কবে থেকে রামভক্তদের জন্য খুলে যাবে অযোধ্যার মন্দির। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই অযোধ্যা মন্দিরের দরজা খুলে যাবে আমজনতার জন্য। সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সকালের জাগরণ আরতি হবে সকাল সাড়ে ছটায় এবং সন্ধা আরতি হবে সাড়ে সাতটায়। অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে মন্দিরে প্রবেশের ছাড়পত্র। প্রতিদিন নির্দিষ্ট হারেই মিলবে এই টিকিট। যে প্রথমে বুক করবে সেই আগে পাবে। মন্দির চত্বরে থাকছে কিউআর কোডের ব্যবস্থাও। অটো রিকশা এবং সাইকেল রিকশা করে মন্দিরে যেতে পারবেন ভক্তরা। 
  • Link to this news (আজকাল)