• অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগেই মহীশূরে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যার মন্দিরে বিগ্রহ নির্মাণের জন্য পাথর গিয়েছিল মহীশূরের একটি গ্রাম থেকে। সেই গ্রামেই বাধা পেলেন বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। তাঁকে বাধা দেন দলিতরা। অভিযোগ, গত কয়েক দশক ধরে তাঁদের অবহেলা করা হয়েছে। এই এলাকা থেকে দুবার সাংসদ হয়েছিলেন প্রতাপ সিমহা। একটি ভিডিওতে দেখা যায়, গেরুয়া উত্তরীয় পরে গ্রামে প্রবেশের চেষ্টা করছিলেন বিজেপি সাংসদ। তাঁকে বাধা দেন স্থানীয়রা। প্রতাপের রক্ষীরা জনতাকে সরিয়ে দেন। এরপরই তাঁদের সঙ্গে চলা বাকবিতণ্ডা। বিজেপি সাংসদ সকলকে শান্ত করার চেষ্টা করেন। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে এই ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে সংসদ ভবনে ঢুকে দুই ব্যক্তি রঙিন ধোঁয়া ছড়িয়েছিলেন। পরে দেখা গিয়েছিল, সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন নামে দুই ব্যক্তিকে সংসদে প্রবেশের পাস পাইয়ে দিতে লোকসভা সচিবালয়কে চিঠি লিখেছিলেন প্রতাপ। এরপর সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। পরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে প্রতাপ জানিয়েছিলেন, এক অভিযুক্তের বাবা তাঁর কাছে এসে প্রবেশের পাস করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে এই ধরণের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো চাপে পড়ে যান বিজেপি সাংসদ।
  • Link to this news (আজকাল)