• মুর্শিদাবাদ জেলায় শুরু হল অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস 'ধর্মঘট'...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হল বেসরকারি বাস মালিক সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। অসুবিধার মধ্যে পড়েছেন মানুষরা। কবে থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়ে জেলা প্রশাসন বা বাস মালিক সংগঠনদের তরফে কোনও সদুত্তর মেলেনি। সাধারণ মানুষের ভোগান্তি আগামী দিন আরও বাড়তে চলেছে বলে অনেকে মনে করছেন।মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স কাউন্সিলের সম্পাদক তপন অধিকারী বলেন," বিভিন্ন মহল থেকে আমাদের কর্মসূচিকে "ধর্মঘট" বলা হলেও এটি আদতে "ধর্মঘট" নয়। আমরা কেবলমাত্র "যাত্রী পরিষেবা বন্ধ" রেখেছি। এই পরিষেবার সঙ্গে বহু মানুষ জড়িত তাই ১৬ জানুয়ারি মুর্শিদাবাদ জেলাশাসককে নোটিশ পাঠানোর পর সোমবার থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হল।" তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন," বেসরকারি বাস মালিকেরা যে সমস্ত দাবির ভিত্তিতে "ধর্মঘট" শুরু করেছেন সেগুলি বেশিরভাগই যুক্তিযুক্ত। তবে যেহেতু প্রত্যেকদিন বহু মানুষ বেসরকারি বাসের উপর নির্ভর করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন, তাই মালিকদেরকে অনুরোধ করব এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার জন্য।"
  • Link to this news (আজকাল)