• বন্ধ হচ্ছে হাওড়ায় পূর্ব রেলের প্রিন্টিং প্রেস
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১৭০ বছরের পুরনো হাওড়ায় পূর্ব রেলের প্রিন্টিং প্রেস আগামীকাল, সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হচ্ছে। গত ৩ মে "২০২৩ রেল বোর্ডের এক নোটিশের ভিত্তিতে গত ১৭ই জানুয়ারি পূর্ব রেলের প্রিন্সিপাল মেটেরিয়াল ম্যানেজার এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করেন। এক সময় থাকা দেশের এরকম ১৭টি প্রিন্টিং প্রেসের মধ্যে বর্তমানে ৫টি প্রিন্টিং প্রেস রয়েছে। তারমধ্যে হাওড়ার প্রিন্টিং প্রেস বন্ধ হচ্ছে। ২০১০ এ তিনটি, ২০১২ ও ২০১৩ তে ধাপে ধাপে মোট ৯টি প্রেস বন্ধ হয়ে যায়। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এবং অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সহ-সম্পাদক অমিত কুমার ঘোষ এপ্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন। সরকারি পরিকাঠামোতে টিকিট ছাপতে যে পরিমাণ অর্থ ব্যয় হত বেসরকারি আউট সোর্সিং-এর মাধ্যমে তার থেকে বেশি অর্থ ব্যয় এবং অপব্যবহার হবে বলে তিনি মনে করেন।
  • Link to this news (আজকাল)