• ফুলে ফুলে সাজানো গিরিশপার্ক রাম মন্দির, সকাল থেকেই ভক্ত সমাগম ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র: ২২ জানুয়ারি সকলের নজর অযোধ্যার দিকে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের প্রথম সারির নেতা মন্ত্রী, অভিনেতা, অভিনেত্রীরা উপস্থিত হয়েছেন সেখানে। সোমবার বেলা ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মাঝে "অভিজিৎ মুহূর্ত"। এই পবিত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তবে নজর অযোধ্যার থেকে একটু সরিয়ে কলকাতার রাম মন্দিরে দিয়ে দেখা গেল, উচ্ছ্বাস, জনসমাগম কম নেই সেখানেও। স্বাধীনতার আগেই প্রতিষ্ঠা হয় গিরিশ পার্কের রাম মন্দির। সোমবার ওই মন্দির সাজানো হয়েছে ফুলে ফুলে। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মন্দিরের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, এই প্রস্তুতি তাঁরা নিয়েছে গত কয়েকমাস ধরে। বিজয় কুমার যোশী জানালেন, ভোর ৫টায় খুলে গিয়েছে মন্দিরের দরজা। রাম মূর্তির শৃঙ্গারের পর সকাল ১০টায় শুরু হয়েছে ভজন। সেই ভজন চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। তার পরেই অযোধ্যার রামমন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত সরাসরি লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়েছে বড় পর্দায়। ভোর ৫টা থেকে শুরু হয়েছে ভক্ত সমাগম। রাম মন্দিরের এলাকা মুড়ে ফেলা হয়েছে রাম অঙ্কিত এবং শ্রী রাম রেখা পতাকা পতাকায়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন রাম মন্দিরে। তবে এই বিপুল ভক্ত সমাগম ছাড়াও এদিন রামমন্দিরে আসছেন একগুচ্ছ নেতা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুণ্ঠপুর মন্দির থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যান শোভা যাত্রা করেন। আসার কথা রাজ্যের রাজ্যপালের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। তবে ভক্তরা যেমন জানাচ্ছেন, তাঁরা এই বিশেষ দিনে এসেছেন রাম দর্শনে। তেমনই কেউ কেউ প্রশ্ন তুলছেন আরও একটি বিষয়ে, রাজ্যপাল এবং রাজ্যের বিরোধী দলনেতার আগমণ, এই সমগ আবেগের, ধর্মের রাজনীতিকরণ করছেন নাকি?
  • Link to this news (আজকাল)