• পাওয়া যাবে না তাঁকে! রোহিতকেই জানালেন বিরাট, বিকল্পের ভাবনায় বিসিসিআই
    ২৪ ঘন্টা | ২২ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর তিনদিন। তারপরেই হায়দরাবাদে শুরু ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ। আর এমন সময়ে দাঁড়িয়ে বড় ধাক্কা খেল ভারত। হায়দরাবাদ টেস্টে পাওয়া যাবে না ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলিকে (Virat Kohli)। ২৫-২৯ জানুয়ারি চলবে প্রথম টেস্ট। এরপর বিশাখাপত্তনমে ২-৬ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট। শুধু হায়দরাবাদেই নয়, বিশাখাপত্তনমেও বিরাটহীন ভারত। কোহলির প্রথম দুই টেস্টে না খেলার আপডেট জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ওরফে বিসিসিআই (BCCI)। কেন খেলছেন না বিরাট? বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, 'বিরাট না খেলার ব্য়াপারে ক্য়াপ্টেন রোহিত শর্মা, টিম ম্য়ানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের তিনি জোর দিয়েই বলেছেন যে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই তার কাছে অগ্রাধিকার পায়। তবে কিছু ব্য়ক্তিগত পরিস্থিতি এমন তৈরি হয়, যেখানে তার উপস্থিতির সঙ্গেই অবিভক্ত মনোযোগের প্রয়োজন পড়ে।' বিশ্বকাপের পর বিরাট সাময়িক বিরতি নিয়েছিলেন ক্রিকেট থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজে হাত ধরে ফেরেন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজও খেলেন। যা ছিল তাঁর দেশের জার্সিতে ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে প্রত্য়াবর্তন। একথা সকলেরই জানা যে, বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরুষ্কা। যে কোনও সময়ে সেই সুখবর আসতে পারে। হতে পারে যে কোহলি অনুষ্কার সঙ্গে থাকার জন্য়ই প্রথম দুই টেস্টে খেলবেন না। কারণ কোহলির কাছে ক্রিকেট ও পরিবার সবার আগে। বিসিসিআই জানিয়েছে যে, দ্রুত বিরাটের বিকল্প বেছে নেবে তারা।প্রথম দুই টেস্টের জন্য় ভারতের পূর্বঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়‌, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।ইংরেজদের বিরুদ্ধে ভারতের সূচি: প্রথম টেস্ট হায়দরাবাদে, খেলা ২৫-২৯ জানুয়ারি, দ্বিতীয় টেস্ট বিশাখাপত্তনমে, খেলা ২-৬ ফেব্রুয়ারি, তৃতীয় টেস্ট রাজকোটে, খেলা ১৫-১৯ ফেব্রুয়ারি, চতুর্থ টেস্ট রাঁচিতে, খেলা ২৩-২৭  ফেব্রুয়ারি,পঞ্চম টেস্ট ধরমশালায়, খেলা ৭-১১ মার্চ 

     
  • Link to this news (২৪ ঘন্টা)